জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৩১ বছর।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কাজ শুরু হওয়ার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ করেই জান্নাতুল ফেরদৌস জ্ঞান হারিয়ে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।