দীর্ঘ প্রতিক্ষার পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাতভর এই গণনা চলবে এবং শুক্রবার দুপুরের মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "ভোট গণনা সম্পন্ন হতে পুরো রাত লেগে যাবে। আশা করছি, শুক্রবার দুপুরের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারব।"
অধ্যাপক রাশিদুল আলম আরও জানান, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটারের প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন।