দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট হলে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের ভোট গণনা। রাত সোয়া দশটার দিকে এই গণনা শুরু হয়।
এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্দিষ্ট সময় শেষেও যেসব শিক্ষার্থী লাইনে ছিলেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।
ভোটগ্রহণ শেষে প্রতিটি হল থেকে ব্যালট বাক্সগুলো কঠোর নিরাপত্তায় সিনেট হলে নিয়ে আসা হয়। এরপর যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ভোট গণনার আনুষ্ঠানিকতা শুরু হয় রাত সোয়া দশটার দিকে।
এদিকে, নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ছাত্রদলসহ আরও চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন, যা নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।