জাকসু নির্বাচনে ব্যাপক অসংগতি ও অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের পক্ষে কথা বলেন আরিফ উল্লাহ। আজ বেলা দুইটার দিকে তোলা। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট'। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন হলে ছাত্রদল ভীতিকর পরিবেশ তৈরি করছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।
তিনি বলেন, 'গতকাল রাত থেকে আমরা দেখেছি, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমাদের পোলিং এজেন্টদের হলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলেও সেগুলো সিলগালা করা হয়নি। ফলে প্রতিটি হলেই অতিরিক্ত ব্যালট পাওয়া গেছে।'
বহিরাগতদের আনাগোনা ও ভীতিকর পরিবেশ
আরিফ উল্লাহ আরও অভিযোগ করেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিল, নির্বাচনের দিন সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো প্রাক্তন শিক্ষার্থী থাকতে পারবেন না। কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন পয়েন্ট ও হলে সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এ বিষয়ে কমিশনকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'
তিনি বলেন, 'বিভিন্ন হলে দল বেঁধে গিয়ে ছাত্রদল ভীতিকর পরিবেশ তৈরি করছে। তারা জাহানারা ইমাম হলে গার্ডকে মারধর করেছে এবং একটি ভোটকেন্দ্রে সরাসরি মব তৈরি করে ভোট বানচালের চেষ্টা করেছে।'
শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী আরও জানান, ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের বহিরাগতদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
ব্যালট পেপার ছাপানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
নির্বাচনের ব্যালট পেপার জামায়াত সমর্থিত প্রতিষ্ঠান থেকে ছাপানোর অভিযোগ প্রসঙ্গে আরিফ উল্লাহ বলেন, 'এইচআরসফট বিডি নামের যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, সেটির প্রধান নির্বাহী কর্মকর্তা একজন বিএনপি সমর্থক। তার ফেসবুক ওয়ালে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিভিন্ন বিএনপি নেতার ছবি দেখা যায়। সুতরাং, ব্যালট পেপার ছাপানো নিয়ে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন।'
বিষয় : জাকসু
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
