× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে জাকসু নির্বাচন, ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৪ পিএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে ক্যাম্পাসের প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন ফটক, প্রান্তিক ফটক ও বিশ মাইল ফটকসহ প্রতিটি প্রবেশপথে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা কড়া অবস্থানে রয়েছেন। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টেও চলছে পুলিশের টহল।

পরিচয়পত্র ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

যেকোনো বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশপথেই তাদের থামিয়ে পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী—কেউ বৈধ পরিচয়পত্র দেখাতে না পারলে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি কিংবা জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলো অবাধে প্রবেশ করতে পারছে।

গেটগুলোতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

নির্বাচন কমিশন কঠোর অবস্থানে

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, 'ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'

নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

যানবাহন ও দোকানপাটে বিশেষ নির্দেশনা

নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন গেট এবং প্রান্তিক গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়াও, ক্যাম্পাসের সব ধরনের ভাসমান দোকান ও টারজান পয়েন্টের দোকানসহ বিভিন্ন এলাকার দোকানপাট আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবাসিক হলের ভেতরের ক্যান্টিন ও দোকানগুলো খোলা রাখা এবং পর্যাপ্ত খাবার মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ছাড়া সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষেধ করা হয়েছে। এই সময়ে শুধু গোলাকার স্টিকারযুক্ত ও নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.