সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই বিজয়কে ব্যক্তিগত নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় বলে উল্লেখ করেছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, "আমার দিক থেকে ব্যক্তিগতভাবে বলতে চাই, জিএস হিসেবে আমার নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। এটিকে কোনোভাবেই ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার সুযোগ নেই।"
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তাদের মূল্যবান আমানত তার ওপর অর্পণ করেছেন। এই আমানতের মর্যাদা রক্ষা করাই তার প্রধান লক্ষ্য। তিনি জানান, দায়িত্ব পালনকালে যদি কোনো ভুল হয়ে থাকে, তবে শিক্ষার্থীরা যেন তাকে তা শুধরে দেন।
এই বিজয়ের পর কোনো ধরনের বিজয় মিছিল করবেন না বলেও জানান ফরহাদ। তিনি বলেন, দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দিতে চান।