ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ভোটকেন্দ্রে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের ফলাফলে ভিপি (সহ-সভাপতি) প্রার্থী সাদিক কায়েম তাঁর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি ভোট পেয়েছেন। এই কেন্দ্রে শেখ ফজিলাতুননেছা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।
শেখ ফজিলাতুননেছা মুজিব হলের ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ৭৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ৩৩৭ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা ২২৩ এবং আবিদুল ইসলাম ২২৭ ভোট পেয়েছেন। এই হলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থীদের মধ্যে এস এম ফরহাদ পেয়েছেন ৫৯৫ ভোট।
অন্যদিকে, কুয়েত মৈত্রী হলের ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৬২৬ ভোট। এখানেও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ২৩৩ ভোট। এই হলে জিএস পদে এস এম ফরহাদ ৪৫৮ ভোট পেয়েছেন।