× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাকসু নির্বাচন

১২ হলের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ এএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ এএম

বাম পাশ থেকে- সাদিক কায়েম, ফরহাদ ও মহিউদ্দিন

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে শীর্ষ তিন পদেই এগিয়ে আছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল। এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে জয়জয়কার দেখা যাচ্ছে তাদের।

ঘোষিত হলগুলো হলো—শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এস এম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১২ হাজার ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।

ভিপি পদ ছাড়াও জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খানও তাদের প্যানেলের হয়ে এগিয়ে আছেন। এই ফল ঘোষণা শুরু হয় রাত পৌনে ২টা থেকে, তবে ভোর সাড়ে ৪টা পর্যন্তও চূড়ান্ত ফল প্রকাশ হয়নি।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে এবার মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। ভোটদানের হার ছিল ৮০ শতাংশের বেশি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.