ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি জসীম উদদীন হল, সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে চারটি হলেরই অধিকাংশ পদে সাদিক কায়েম ও এসএম ফরহাদ এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত ভোট অনুযায়ী, এই চার হলে সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ অন্য প্রার্থীদের চেয়ে বেশি ভোট পেয়েছেন।
ভিপি পদে প্রার্থীদের প্রাপ্ত ভোট:
- সাদিক কায়েম: জসীম উদদীন হলে ৬৪৭ ভোট, জিয়াউর রহমান হলে ৬৭৪ ভোট, বঙ্গবন্ধু হলে ৮৪২ ভোট এবং সূর্যসেন হলে ৭৬৯ ভোট।
- আবিদুল ইসলাম: জসীম উদদীন হলে ১৮৭ ভোট, জিয়াউর রহমান হলে ২৪৮ ভোট, বঙ্গবন্ধু হলে ২৩৮ ভোট এবং সূর্যসেন হলে ২১০ ভোট।
- শামীম হোসেন: জসীম উদদীন হলে ৯৪ ভোট, জিয়াউর রহমান হলে ১৩১ ভোট, বঙ্গবন্ধু হলে ১২২ ভোট এবং সূর্যসেন হলে ১২১ ভোট।
জিএস পদে প্রার্থীদের প্রাপ্ত ভোট:
- এসএম ফরহাদ: জসীম উদদীন হলে ৫৪০ ভোট, জিয়াউর রহমান হলে ৫৪৪ ভোট, বঙ্গবন্ধু হলে ৬৮৩ ভোট এবং সূর্যসেন হলে ৫৬৮ ভোট।
- তানভীর বারী হামীম: জসীম উদদীন হলে ২৫৫ ভোট, জিয়াউর রহমান হলে ৩৩৪ ভোট, বঙ্গবন্ধু হলে ৩০৭ ভোট এবং সূর্যসেন হলে ২৮৫ ভোট।
- মেঘ মল্লার বসু: জসীম উদদীন হলে ৮১ ভোট, জিয়াউর রহমান হলে ১৭৬ ভোট, বঙ্গবন্ধু হলে ১২৪ ভোট এবং সূর্যসেন হলে ১০৮ ভোট।