ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রথম পাঁচ কেন্দ্রের ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ৭৫১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম ৩৬৫৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন।
এছাড়া, অন্যান্য প্রার্থীদের মধ্যে উমামা ২৩৫৫ ভোট এবং শামীম হোসেন ২৪০৯ ভোট পেয়েছেন। এই পাঁচটি কেন্দ্র হলো কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।
বাকি তিনটি কেন্দ্রের (সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র) ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। এই ফল প্রকাশিত হলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে।