ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে এফ রহমান হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ জয়লাভ করেছেন।
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয় তিনটি হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সিনেট ভবনের ভোটকেন্দ্রে। এই হলগুলো হলো: স্যার এএফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং বিজয় একাত্তর হল।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এফ রহমান হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৬০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ১৮৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা পেয়েছেন ৭৯ ভোট, আবদুল কাদের ৯১ ভোট এবং শামীম হোসেন পেয়েছেন ১২২ ভোট।
একই হলে জিএস পদে এসএম ফরহাদ মোট ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মেঘ মল্লার বসু ১৫৭ ভোট, আবু বাকের মজুমদার ৫৪ ভোট এবং তানভীর বারী হামীম পেয়েছেন ২৪৫ ভোট।