× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাকসুর ফলাফল

'পরিকল্পিত প্রহসন' আখ্যা দিয়ে ফল প্রত্যাখ্যান ঢাবি ছাত্রদলের ভিপি প্রার্থীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ এএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ এএম

ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম। ফলাফল ঘোষণার পরপরই তিনি ফেসবুকে এই ঘোষণা দেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে আবিদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, 'পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।'

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও সন্ধ্যা থেকে ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। রাত দেড়টার পর বিভিন্ন কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায়, সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) সহ বিভিন্ন পদে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছেন।

অন্যান্য প্রার্থীদের প্রতিক্রিয়া

ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিমও রাত ২টা ২০ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন—এটিই তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।'

তিনি আরও উল্লেখ করেন, ভোটগ্রহণের সময় উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা গেছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপির অভিযোগ তোলেন তিনি। হামিম তার পোস্টে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, 'প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যত দিন থাকব আপনাদের পাশেই থাকব।'

এদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাত আড়াইটার দিকে ফেসবুকে লেখেন, 'চলিতেছে সার্কাস। কে কে দেখছেন?'

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.