ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।
জগন্নাথ হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি পেয়েছেন ১২৭৬ ভোট। অন্যদিকে, শিবিরের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট।
এছাড়াও, একই পদে উমামা ফাতেমা ২৭৮, আব্দুল কাদের ২১, বিন ইয়ামিন মোল্লা ৫, শামীম হোসেন ১৭১ এবং তাসনিম আফরোজ ইমি ১১ ভোট পেয়েছেন।
এদিকে, জগন্নাথ হলের জিএস পদে মেঘ মল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামিম পেয়েছেন ৩৯৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে এসএম ফরহাদ ৫, আরাফাত চৌধুরী ১৬৯ এবং আবু বাকের মজুমদার ২৭ ভোট পেয়েছেন।