× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের সাদিক ১১১৪, আবিদুল ইসলাম ৪৩৪ ভোট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ এএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ এএম

ডাকসু নির্বাচনের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে শুধুমাত্র শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই কেন্দ্রে সহ-সভাপতি (ভিপি) পদে শিবিরের আবু সাদিক কায়েম সর্বোচ্চ ১১১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ৪৩৪ ভোট। এছাড়া, উমামা ফাতেমা ৪০৩, শামীম হোসেন ৪১২, আবদুল কাদের ৫৯ এবং বিন ইয়ামিন মোল্লা ৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ ৮১৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার পরের অবস্থানে রয়েছেন মেঘ মল্লার বসু, যিনি পেয়েছেন ৫১৭ ভোট। এ ছাড়া, আবু বাকের মজুমদার ১৩২ এবং তানভীর বারী হামীম ৩১২ ভোট পেয়েছেন।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪০৯৬ জন, যার মধ্যে ২৬০৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.