× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাকসু নির্বাচন: ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে শিবিরের সাদিক ও ফরহাদ এগিয়ে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ এএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ এএম

ইসলামী ছাত্রশিবিরের ভিপি ও জিএস প্রার্থী আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এর মধ্যে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে ইসলামী ছাত্রশিবিরের দুই প্রার্থী সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন।

এই কেন্দ্রে ভোট দিয়েছেন কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী মো. আবু সাদিক পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন, যার প্রাপ্ত ভোট ৪৮৫। এছাড়াও, ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম ৪২৩ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী জোটের আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট।

অন্যদিকে, জিএস পদেও এগিয়ে আছেন শিবিরের প্রার্থী এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ৯৬৪ ভোট। তার পরে রয়েছেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু, যিনি ৫০৭ ভোট পেয়েছেন। এই কেন্দ্রে জিএস পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন আরাফাত চৌধুরী, যার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৯৮। এরপর রয়েছেন ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারী হামীম (৪০২ ভোট) এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী জোটের আবু বাকের মজুমদার (২১৬ ভোট)।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.