× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাকসু নির্বাচন: কার্জন হলের ফলে এগিয়ে সাদিক ও ফরহাদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ এএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ এএম

ডাকসু নির্বাচনের কার্জন হল ভোট কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্জন হল ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার পর ফল ঘোষণা শুরু হয়। কার্জন হলের আওতাভুক্ত তিনটি হল—অমর একুশে হল, ফজলুল হক হল এবং শহীদ সোহরাওয়ার্দী হলের ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ফরহাদ হোসেন এগিয়ে আছেন।

অমর একুশে হলের ফল

অমর একুশে হলের ফলাফলে ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ১৪১ ভোট, উমামা ফাতেমা ৯০ ভোট, শামীম হোসেন ১১১ ভোট, আবদুল কাদের ৩৬ ভোট এবং বিন ইয়ামিন মোল্লা ১ ভোট।

একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬ ভোট পেয়েছেন। অন্যদের মধ্যে মেঘ মল্লার বসু ৮৬ ভোট, আবু বাকের মজুমদার ১৪৭ ভোট এবং তানভির বারী হামিম ১৮০ ভোট পেয়েছেন।

ফজলুল হক হলের ফল

ফজলুল হক হলের ফলাফলে ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম ১৮১ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট, শামীম হোসেন ১৪১ ভোট, আবদুল কাদের ৪৭ ভোট এবং বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ হোসেন এই হলে পেয়েছেন ৫৮৯ ভোট। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মেঘ মল্লার বসু ৯৯ ভোট, আবু বাকের মজুমদার ৩৪১ ভোট এবং তানভির বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন।

শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও এই ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তবে তাদের ফলাফল পৃথকভাবে ঘোষণা করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.