ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মৃত সাংবাদিকের নাম তরিকুল ইসলাম, তিনি চ্যানেল এসের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন তরিকুল। হঠাৎ অসুস্থ হয়ে তিনি সেখানেই অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, হাসপাতালে আনার আগেই তরিকুলের মৃত্যু হয়েছিল। সাংবাদিক তরিকুলের এমন অকাল মৃত্যুতে গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।