ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।
আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। তিনি গণমাধ্যমকে জানান, হাইকোর্টের আদেশ স্থগিত করায় ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই।
এর আগে, আজ বিকেলে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
বিক্ষোভ ও উচ্ছ্বাস
ডাকসু নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। বিকেল সোয়া ৪টা থেকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। বিকেল সাড়ে ৪টার মধ্যে সেখানে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন। তাঁরা 'হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু', 'ডাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
তবে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে খবর আসে, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালত স্থগিত করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা বিজয়সূচক 'ভি' চিহ্ন দেখিয়ে 'ডাকসু ডাকসু', '৯ তারিখ ৯ তারিখ' বলে স্লোগান দিতে শুরু করেন। এরপর বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যেতে শুরু করেন।
শিক্ষার্থীদের এই বিক্ষোভে নেতৃত্ব দেন গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদের। পরে একই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও এই বিক্ষোভে যোগ দেন।
নির্বাচনের তফসিল
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী। সবচেয়ে বেশি ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সদস্য পদে। ১৮টি হলে ১৩টি পদের জন্য মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোসহ মোট ১০টির মতো প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh