× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়

ডাকসু নির্বাচন প্রক্রিয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ, অনিশ্চয়তায় ভোটগ্রহণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই তাদের প্যানেল ঘোষণা করেছে। এর মধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোও দুটি প্যানেলে প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে প্রায় ১০টির মতো প্যানেল এই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।

হাইকোর্টের এই আদেশের ফলে ডাকসু নির্বাচন এখন অনিশ্চয়তার মুখে পড়ল।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.