ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই তাদের প্যানেল ঘোষণা করেছে। এর মধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোও দুটি প্যানেলে প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে প্রায় ১০টির মতো প্যানেল এই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।
হাইকোর্টের এই আদেশের ফলে ডাকসু নির্বাচন এখন অনিশ্চয়তার মুখে পড়ল।