চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার গভীর রাত পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী ২ নম্বর গেটের কাছে তার ভাড়া করা ভবনে ঢুকতে যান। এ সময় দারোয়ান তাকে আটকে দেন এবং অশ্লীল ভাষায় কথা বলেন। ছাত্রী প্রতিবাদ করলে দারোয়ান তাকে মারধর করেন।
ঘটনাটি জানতে পেরে ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। এরপর শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা তাদের ওপর ইট–পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে।
সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন আহত হন। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ টিপু সুলতান জানান, ইমতিয়াজের চোখের নিচে আঘাত লেগে গভীর ক্ষত হয়েছে। সেখানে তিনটি সেলাই দেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, 'আমি প্রতিদিনের মতোই যথাসময়ে বাসায় ফিরেছিলাম। দারোয়ানকে দরজা খুলতে বললে তিনি খুলতে রাজি হচ্ছিলেন না। পরে জোরাজুরি করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আমি প্রতিবাদ করলে তিনি আমার গলায় আঘাত করেন এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় রুমমেট ও আশপাশের স্থানীয়রা এগিয়ে এলে তিনি লাথি মারতে থাকেন।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার গণমাধ্যমকে বলেন, 'আমরা খবর পেয়েছি। নিরাপত্তা কর্মী ও পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।'