× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাশের সংখ্যা লুকানোর দাবি উত্তাল মাইলস্টোন কলেজ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ জুলাই ২০২৫, ১৩:৩১ পিএম । আপডেটঃ ২২ জুলাই ২০২৫, ১৫:৫১ পিএম

ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনার পরদিন পর উত্তাল হয়ে উঠেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। বিপুল সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করছেন। তারা দাবি করছেন, দুর্ঘটনায় নিহত প্রকৃত লাশের সংখ্যা লুকানো হচ্ছে। প্রকৃত লাশের হিসাব দাবি করছেন তারা। সেইসঙ্গে এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে বিচার দাবি করছেন।

মঙ্গলবার সকালে সরজমিন ক্যাম্পাসে গিয়ে এসব চিত্র দেখা যায়। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় ৬ দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস পরিদর্শনে এসেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। এ সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। বর্তমানে উপদেষ্টারা একাডেমিক ভবনের ভেতরে রয়েছেন। শিক্ষার্থীরা বাইরে অবস্থান নিয়েছেন।

দুর্ঘটনাস্থলে অসংখ্য মানুষ এসেছেন। অধিকাংশই দর্শনার্থী। নিখোঁজ সন্তানের খোঁজে এসে কান্না করছেন এক মা। গতকাল দুর্ঘটনার পর এখনো কোথাও তার সন্তানের খোঁজ মেলেনি।

এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.