ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আরবি ভাষাকে সম্মান জানানো নিজেকে সম্মানিত করার অংশ।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৪ উপলক্ষে ‘আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা: উদ্ভাবন উদ্বুদ্ধকরণ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ’ প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভা, র্যালি ও আরবি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এএসএম মামুনুর রহমান খলিলী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আলী উল্যাহ, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, আল ফুজাইরা ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ সাবেক কান্ট্রি ডিরেক্টর কামাল মাহমুদ খলিফা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়-মদিনার (সৌদি আরব) সাবেক অধ্যাপক প্রফেসর ড. জায়েদ বিন গানেম আল জুহানি।
অনুষ্ঠানে নিয়াজ আহমেদ খান বলেন, ‘আরবি ভাষা একটি আন্তর্জাতিক এবং বহুপ্রাচীন ভাষা, যার গুরুত্ব ও মূল্য অপরিসীম। আরবি ভাষার প্রভাব বিশ্বব্যাপী। এটি কেবল ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক। বর্তমান বিশ্বে আরবি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর গুরুত্বও ক্রমবর্ধমান। এ ধরনের একটি ভাষাকে সম্মান জানানো আসলে নিজেকে সম্মানিত করারই অংশ। বিশেষভাবে মুসলিমদের জন্য আরবি ভাষার মর্যাদা আরও বেশি, কারণ এটি পবিত্র কুরআনের ভাষা। এই ভাষা হলো ইহজগত এবং পরজগতের মধ্যে সংযোগকারী মাধ্যম। দেশব্যাপী আরবি ভাষা চর্চার জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা সঞ্চারিত হয়েছে। এই আয়োজন আমাদের সংস্কৃতির বিকাশ ও ভাষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সভাপতিত্বে বক্তব্যে ড. মো. শামছুল আলম বলেন, আরবি ভাষায় দক্ষতা অর্জন করে এ দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে সুযোগ করে নিতে পারবেন। এর মাধ্যমে বাংলাদেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। আরবি পবিত্র কুরআনের ভাষা, নবিগণের ভাষা।
এ ভাষার মর্যাদা ও গুরুত্ব ব্যাপক উল্লেখ করে ভিসি শামছুল আলম বলেন, ভবিষ্যতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে আরবি ভাষার ওপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরবি ভাষা রচনা প্রতিযোগিতায় বিজয়ী সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপস্থিত অধ্যক্ষদের ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও উজ্জীবিত করার নির্দেশনা দেন।
আরবি প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মো. মাহমুদুর রহমান (ফাজিল অনার্স ১ম বর্ষ), দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা-ঢাকা।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন মো. এমরান হোসাইন (কামিল স্নাতকোত্তর ২য় বর্ষ), মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা মৌকারা দরবার শরীফ, নাঙ্গলকোট-কুমিল্লা। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নুরুল আবছার (কামিল স্নাতকোত্তর ১ম বর্ষ), চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা চুনতি, লোহাগাড়া-চট্টগ্রাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী ও প্রভাষক (আরবি) মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দুয়া ও মুনাজাত করা হয়।
বিষয় : ঢাবি ভিসি আরাবি ভাষা
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh