× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৪, ০১:০৫ এএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ০১:০৫ এএম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে চবি শিক্ষার্থী সাব্বির হোসাইন রিয়াদ বলেন, পরাজিত ফ্যাসিস্ট এখনো আমাদের সঙ্গে শত্রুতার নীলনকশা তৈরি করছে। তারা দফায় দফায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে। আজ আবারও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে।

আরেক শিক্ষার্থী আহসান উল্লাহ বলেন, আইনজীবী সাইফুলকে যারা হত্যা করেছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। না হলে ছাত্রসমাজ আবারও জেগে উঠবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.