× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৪ নভেম্বর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৪, ২২:৪৮ পিএম । আপডেটঃ ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২১ এএম

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি, সিএসই ও ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের  ক্লাস আগামী ২৪ নভেম্বর শুরু হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

তিনি ন্যাশনাল ট্রিবিউনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে জরুরি একটি মিটিং হয়েছে। সেখানে শিক্ষকদের মতামতের ভিত্তিতে ২৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় সমূহে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল সকাল ৮:০০ ঘটিকায় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। 

তিনি আরোও বলেন, গত ১৭ নভেম্বর, ২০২৪ রবিবার চাঁবিপ্রবি প্রশাসন ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণ করলেও, দুই জন শিক্ষকের অব্যাহতি জনিত সমস্যা অর্থাৎ শিক্ষক সংকট, জনবল সংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে ক্লাস শুরু করতে কিছুটা বিলম্ব হয়।

চাঁবিপ্রবির বর্তমান প্রশাসন উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর নেতৃত্বে গত ১৯ ও ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বসেন। সেখানে দুই জন শিক্ষকের অব্যাহতি জনিত সমস্যার সমাধান, জনবল সংকট, স্থায়ী ক্যাম্পাস সহ সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। দুই জন শিক্ষকের অব্যাহতির বিষয়টা ইউজিসিতে তদন্তনাধীন রয়েছে। তারপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবেন।বর্তমান প্রশাসনের কাছে ভূমি অধিগ্রহণ সম্পর্কিত পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবের কারণে, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজের তেমন কোন অগ্রগতি নাই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সার্বিক পরিস্থিতির কারণে, স্থানীয় প্রশাসন, সাংবাদিক সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে উপাচার্য মহোদয় সাক্ষাৎ গ্রহণের সময়-সুযোগ গ্রহণ করতে পারেননি। উপাচার্য মহোদয় শীঘ্রই সকলের সাথে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁবিপ্রবির বর্তমান প্রশাসন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। বর্তমান প্রশাসন আগামীকাল ক্লাস শুরু করার বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক সহ সকলের সহযোগিতা চেয়েছেন। 

গত ০৯ নভেম্বর ২০২৪ শনিবার অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন বলে জানান তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.