× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তোফাজ্জল হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার, প্রভোস্টকে অব্যাহতি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০১ পিএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৮ পিএম

তোফাজ্জল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে ভারসাম্যহীন তরুণ তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া হলটির প্রভোস্ট প্রফেসর ড. শাহ্‌ মো. মাসুমকে সরিয়ে দিয়ে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফজলুল হক মুসলিম হলের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত আট ছাত্রের আবাসিক সিট হল প্রশাসন বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দিয়েছে। এ ছাড়া, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহ্‌ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি চুরির অভিযোগে হত্যার ঘটনায় ওই আট শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এদের মধ্যে ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মোত্তাকিন সাকিন শাহ, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আহসান উল্লাহ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ফিরোজ কবির, পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. আবদুস সামাদ এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ওয়াজিবুল আলম। তাদের মধ্যে ফিরোজ কবির ও আবদুস সামাদ ছাড়া অন্য ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গণমাধ্যমকে বলেন, এফএইচ হলের প্রভোস্টকে সরিয়ে তার স্থলে ওষুধপ্রযুক্তি বিভাগের প্রফেসর মো. ইলিয়াস আল-মামুনকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি হবে। অধিকতর তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাতে এফএইচ হলের অতিথিকক্ষে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেন নামের বরগুনার পাথরঘাটা উপজেলার এক ভারসাম্যহীন যুবককে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ছাড়াও হত্যা মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.