ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রশাসন-২ মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
আপনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; আপনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন; আপনার এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে; বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে। উক্ত হলের প্রভোস্টের দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্র রেজিস্ট্রার ভবনের প্রশাসন-২ অফিসে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।