× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিএসইতে সূচকসহ বেড়েছে লেনদেন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ জুলাই ২০২৪, ০৯:১১ এএম । আপডেটঃ ০৩ জুলাই ২০২৪, ০৯:১১ এএম

ডিএসইয়ের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেয়া

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৩ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৩০০ কোটি টাকার বেশি। আগের দিনের তুলনায় আলোচিত এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেনে বেড়ে পাঁচশ কোটি টাকার ঘরে চলে এসেছে। 

ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৩৯ কোটি ২৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৬০ হাজার ৫৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে এক হাজার ৩২৩ কোটি ১৭ লাখ টাকা। আজ সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৭৩ দশমিক ৮৪ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৪০ দশমিক ১৮ পয়েন্টে। 

আজ ডিএসইএস সূচক আট দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৬ দশমিক ৫৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১২ দশমিক ৯৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪১টির ও কমেছে ৯৭টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৭টির। 

লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এটলাস বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।

বিষয় : ডিএসই

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.