× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ জুন ২০২৪, ১২:০৯ পিএম । আপডেটঃ ১১ জুন ২০২৪, ১২:১১ পিএম

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ভারতের সঙ্গে হিলি স্থলবন্দরের আট দিন আমদানি–রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। সোমবার (১১ জুন) রাতে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি–রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২২ জুন শনিবার থেকে হিলি স্থলবন্দরে দিয়ে পুরোদমে আমদানি–রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান,‘ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। উভয় দেশের যাত্রী পারাপারে কোন বিঘ্ন ঘটবে না। এমনকি পবিত্র ঈদুল আজহার দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে’। হিলি স্থলবন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের বন্ধ ঘোষণা উভয় দেশের আমদানি–রপ্তানি কারক অ্যাসোসিয়েশন এবং সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতারা যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.