× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিঙ্গা প্রকল্পে ৭০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ মে ২০২৪, ১১:৩২ এএম । আপডেটঃ ২৯ মে ২০২৪, ১১:৩৩ এএম

ফাইল ছবি

রোহিঙ্গা-সংক্রান্ত প্রকল্পে ৭০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১১৭ টাকা) যার পরিমাণ ৮ হাজার ১৯০ কোটি টাকা।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশপাশে বসবাস করা স্থানীয় জনগোষ্ঠীকে মৌলিক সেবা ও সুযোগ দেওয়ায় এই টাকা খরচ হবে। ৩৫ কোটি ডলার খরচ হবে রোহিঙ্গাদের প্রকল্পে, বাকি ৩৫ কোটি ডলার খরচ হবে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে।

গতকাল বুধবার বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদে এ ঋণ ও অনুদান অনুমোদন করা হয়েছে।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়নের জন্য বিশ্বব্যাংক যে অর্থ দেবে, তা অনুদান। রোহিঙ্গা বসতিসংশ্লিষ্ট এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক সেবার জন্য যে অর্থ খরচ হবে, তা ঋণ হিসেবে দেওয়া হচ্ছে।

সহিংসতার কবলে পড়ে ২০১৭ সাল থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা বলে ধরে নেওয়া হয়।

বাংলাদেশ নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেন, ‘১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের উদারতাকে বিশেষভাবে প্রশংসা করি। আমরা স্থানীয় আশ্রয়দাতা গোষ্ঠীর ওপর ব্যাপক চাপের বিষয়টিও উপলব্ধি করি। এ সংকট সাত বছর ধরে চলছে। তাদের স্বল্পমেয়াদি ও জরুরি চাহিদা মেটানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই সমাধান অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। আমরা এ জটিল সংকট মোকাবিলায় এবং রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সরকারকে সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ।’

এদিকে গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন (আইএসও)’ এবং ‘হোস্ট অ্যান্ড রোহিঙ্গা এনহ্যান্সমেন্ট অব লাইভস (হেল্প)’, দুটি প্রকল্প পাস হয়। এ দুটি প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৮২ কোটি টাকা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.