× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এডিবির নেতৃত্বে বাংলাদেশের সোলার প্রকল্পে প্রথম আন্তর্জাতিক ঋণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ এএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৪, ০৮:০৪ এএম

ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের মধ্যে ১২১ দশমিক ৫৫ মিলিয়ন ডলারের অর্থ প্যাকেজ সই হয়েছে। বাংলাদেশের পাবনায় ১০০ মেগাওয়াট গ্রিড সংযুক্ত সৌর ফটোভোলটাইক প্ল্যান্ট নির্মাণ এবং পরিচালনার জন্য এই প্যাকেজ সই করা হয়।

এটি দেশে প্রথম কোনো বেসরকারি সৌরবিদুৎ কেন্দ্রে বিনিয়োগ হয়েছে বহুজাতিক সংস্থাটির।

এডিবি এই ঋণ প্যাকেজটিকে কাঠামোগত এবং সিন্ডিকেটভাবে সাজিয়েছে। এতে এডিবি ৪৬ দশমিক ৭৫ মিলিয়ন ডলার ঋণ, আইএলএক্স ফান্ড থেকে ২৮ দশমিক ০৫ মিলিয়নের সিন্ডিকেটেট বি ঋণ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৪৬ দশমিক ৭৫ মিলয়ন ডলারের ঋণ নিয়েছে।

এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক ১৯৩ দশমিক ৫ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বছরে ৯৩ হাজার ৬৫৪ টন কার্বন ডাই অক্সাইড দূষণ রোধ করবে।

পিটি ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, ‘এডিবির নেতৃত্বে আন্তর্জাতিক ঋণদাতাদের সহায়তায় বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করতে পেরে আমরা আনন্দিত।’

বিষয় : এডিবি সোলার

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.