× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ মার্চ ২০২৪, ০৯:৫৩ এএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৪, ০৯:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজে মর্যাদাপূর্ণ ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক।

বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিট্যান্স প্রক্রিয়া সহজতর করে অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিষয়ে ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিরই নিদর্শন এ সম্মাননা।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রেমিট্যান্স  প্রক্রিয়া সহজ এবং সুবিধাজনক করার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি ২০২৩ সালে সহজতর প্রক্রিয়ায় মোট ৮১৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আনার মাধ্যমে এক নতুন মাইলফলক অর্জন করেছে। 

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৪-এর গ্র্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়। ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.