একীভূতকরণের জন্য এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্বারক সই করেছে পদ্মা ব্যাংক।
সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নরের উপস্থিতিতে দুই ব্যাংকের এমডি এমওইউ সই করেন। এ সময় ব্যাংক দু'টির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ব্যাংক দুটি একীভূতকরণের সিদ্ধান্ত হয়। এর আগে দুই ব্যাংক একীভূতকরণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক সায় দেয়। একীভূতকরণ কার্যকরের আগে সম্পদ মূল্যায়নে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষা করানো হবে। সেই অনুযায়ী পদ্মা ব্যাংকের সম্পদ কতো তা নিরূপণ হবে।
ব্যাংক একীভূতকরণ নিয়ে আলোচনার মধ্যে সম্প্রতি পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন চৌধুরী নাফিজ সরাফত।
এর পর থেকে ব্যাংকটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।
এর আগে বেসরকারি প্রাইম ব্যাংকের সঙ্গে ইউনিয়ন ক্যাপিটাল একীভূতকরণের অনাপত্তি দেয় বাংলাদেশ ব্যাংক। যদিও বিভিন্ন জটিলতায় তা এখনও কার্যকর হয়নি।