যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনসালটেন্সির জন্য বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব শরিফা খান।
তিনি তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সচিব।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এতদিন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে দায়িত্ব চালিয়ে আসছিলেন। সম্প্রতি তার আবেদনের ভিত্তিতে চুক্তি বাতিল করে সরকার। ফলে সেখানে নতুন করে শরিফা খানকে নিয়োগ দিল সরকার।
শরিফার নিয়োগ আদেশে বলা হয়েছে, সরকারের সাবেক সিনিয়র সচিব শরিফা খানকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিশ্বব্যাংকের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনসালটেন্সির জন্য বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।