× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন পে-স্কেলে বাজারে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ জানুয়ারি ২০২৬, ০০:১৩ এএম । আপডেটঃ ২১ জানুয়ারি ২০২৬, ০১:০৮ এএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়িত হলেও বাজারে তার কোনো নেতিবাচক বা বিরূপ প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা জানান, বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার নিকট নতুন পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে প্রতিবেদন জমা হওয়ার পরপরই তা কার্যকর হচ্ছে না। ড. সালেহউদ্দিন বলেন, "কমিশন সদস্যদের সুপারিশ সম্বলিত এই প্রতিবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি তা পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করবে। এই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। ফলে এটি মাঠপর্যায়ে কার্যকর হতে কিছুটা সময় নেবে।"

নতুন পে-স্কেল ঘোষণা হলে নিত্যপণ্যের দাম বাড়তে পারে—এমন আশঙ্কার বিষয়ে উপদেষ্টা বলেন, "সরকার বাজারে পণ্যের সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই সাইড) শক্তিশালী রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ফলে নতুন স্কেল বাজারে কোনো অস্থিতিশীলতা তৈরি করবে না।" এ সময় তিনি আরও স্পষ্ট করেন যে, নতুন পে-স্কেলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই; এটি কেবল সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নের একটি নিয়মিত প্রক্রিয়া।

কমিশনের কার্যপরিধি নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এবারের সুপারিশমালায় কেবল বর্তমান সরকারি কর্মচারীই নন, বরং শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী সংগঠন, অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং বয়স্ক নাগরিকদের মতামতও গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "সবার সব দাবি হয়তো হুবহু পূরণ করা সম্ভব নয়, তবে প্রত্যেকের প্রয়োজন ও প্রত্যাশার বিষয়টি কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করেছে। সরকারি কর্মচারীরা এই সুপারিশে সন্তুষ্ট হবেন বলে আমরা আশা করছি।"

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সুপারিশগুলো আরও পরিমার্জন করা হতে পারে বলেও জানান তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.