× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএফআইইউ’র নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন মামুন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০০ এএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০১ এএম

বিএফআইইউ-এর নবনিযুক্ত প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। ফাইল ছবি

দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সরকার তাকে এই দায়িত্ব প্রদান করেছে।

সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান অনুযায়ী তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তিনি বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

চুক্তিভিত্তিক এই নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। এই নিয়োগের অন্যান্য বিস্তারিত শর্তাবলি সরকার কর্তৃক অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এনবিআরের অভিজ্ঞ এই কর্মকর্তার নেতৃত্বে বিএফআইইউ অবৈধ অর্থ পাচার রোধ ও দেশের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.