ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দিষ্ট কিছু বিভাগ ব্যতীত সকল করদাতার জন্য এবার ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এই তথ্য নিশ্চিত করে করদাতাদের দ্রুত রিটার্ন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশী, মৃত করদাতার আইনি প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকরা ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অনলাইন ই-রিটার্ন (www.etaxnbr.gov.bd) কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে করদাতাদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।
এনবিআরের তথ্যমতে, সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ইতোমধ্যে তাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন।
প্রবাসী বাংলাদেশীদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও বিপুল সংখ্যক প্রবাসী এই সেবা গ্রহণ করছেন। পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করে ওটিপি (OTP) ও রেজিস্ট্রেশন লিঙ্কের সহায়তায় তারা সহজেই রিটার্ন জমা দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৫ হাজার প্রবাসী অনলাইনে সফলভাবে নিবন্ধন করেছেন। বিদেশে অবস্থান করেই আয়কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৩০০ জন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন প্রবাসী ই-মেইলের মাধ্যমে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সেবা গ্রহণ করছেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে করদাতাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এনবিআর-কে আরও উৎসাহিত করছে। কোনো প্রকার জরিমানা এড়াতে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত সিস্টেমে রিটার্ন দাখিলের জন্য এনবিআর থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।