দেশের বাজারে আবারও লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ ঘোষণা অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ২০০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সব ক্যাটাগরির স্বর্ণের দামই ঊর্ধ্বমুখী। ক্যারেট অনুযায়ী দামের পরিবর্তন নিচে দেওয়া হলো:
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা (আগে ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা)।
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা (আগে ছিল ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা)।
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা (আগে ছিল ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা)।
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা (আগে ছিল ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা)।
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির হারে তারতম্য হতে পারে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে এই দাম কার্যকর থাকবে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় অস্থিরতার কারণে স্বর্ণের বাজারে এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।