সদ্য একীভূত হওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে আমানত উত্তোলনের হিড়িক পড়েছে। লেনদেন শুরুর প্রথম দুই কার্যদিবসেই গ্রাহকরা ব্যাংকটি থেকে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা তুলে নিয়েছেন। এর বিপরীতে আমানত হিসেবে জমা পড়েছে মাত্র ৪৪ কোটি টাকা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য নিশ্চিত করেন।
গভর্নর জানান, গত দুই দিনে মোট ১৩ হাজার ৩১৪ জন গ্রাহক তাদের আমানত উত্তোলন করেছেন। একীভূত হওয়া ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা তোলা হয়েছে সাবেক এক্সিম ব্যাংক থেকে, যার পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ওপর গ্রাহকদের আস্থার সংকট এবং ব্যাংক একীভূতকরণের প্রাথমিক প্রতিক্রিয়ায় এই বড় অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংকটি থেকে যে পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে, তার তুলনায় জমার পরিমাণ অর্ধেকেরও কম। তবে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে। ব্যাংকিং খাতের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এই একীভূতকরণ করা হয়েছে এবং ব্যাংকটির তারল্য সংকট মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেন গভর্নর।
উল্লেখ্য, দুর্বল ব্যাংকগুলোকে সবল করার প্রক্রিয়ায় সম্প্রতি এক্সিম ব্যাংকসহ শরিয়াহভিত্তিক মোট পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে নতুন যাত্রা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নতুন রূপে কার্যক্রম শুরুর পর থেকেই আমানতকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।