সঞ্চয়পত্র। ফাইল ছবি
দেশের সাধারণ বিনিয়োগকারী ও মধ্যবিত্তের স্বার্থ রক্ষায় সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে মুনাফার হার কমানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তা বাতিল করে আগের হারই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার অর্থ বিভাগ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়েছে।
এর ফলে ২০২৫ সালের শেষার্ধে বিনিয়োগকারীরা যে হারে মুনাফা পাচ্ছিলেন, ২০২৬ সালের প্রথম ছয় মাসও (জানুয়ারি-জুন) একই হারে মুনাফা পাবেন। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই মুনাফার হার কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল, যা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বিবেচনায় সরকার এই ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করল।
বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণের ওপর ভিত্তি করে মুনাফার হার নির্ধারিত হয়। এক্ষেত্রে বিনিয়োগের সীমা ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এই সীমার নিচে বিনিয়োগ করলে মুনাফার হার বেশি এবং সীমা অতিক্রম করলে হার কিছুটা কম হয়।
বিভিন্ন সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হার:
দেশের সাধারণ মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস সঞ্চয়পত্রের মুনাফা। বিশেষ করে যারা প্রতি মাসের মুনাফা দিয়ে সংসার পরিচালনা করেন, তাদের জন্য সরকারের এই সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। দীর্ঘ সময় ধরে দেশে ৮-৯ শতাংশের ঘরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় এমনিতেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে মুনাফার হার আগের মতো থাকায় বিনিয়োগকারীদের আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রতি ছয় মাস অন্তর সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়। তবে এবার কমানোর সিদ্ধান্ত বাতিল হওয়ায় প্রায় এক বছর ধরে একই হারে মুনাফা পাবেন গ্রাহকরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
