দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম৬’ অনুসরণ করে দেশের ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভের পরিমাণ এখন ২৮ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক রিজার্ভের এই সর্বশেষ চিত্র প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবাহ স্থিতিশীল থাকায় রিজার্ভের এই অবস্থান তৈরি হয়েছে।
সাধারণত কেন্দ্রীয় ব্যাংক দুই ধরনের রিজার্ভের হিসাব প্রকাশ করে থাকে। একটি হলো বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব বা ‘গ্রস রিজার্ভ’, যেখানে বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা অর্থও অন্তর্ভুক্ত থাকে। অন্যটি আইএমএফের স্বীকৃত ‘বিপিএম৬’ পদ্ধতি, যা থেকে বিনিয়োগ করা অর্থ বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়।