সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের প্রথম দিন থেকেই স্বাভাবিক লেনদেন শুরু করেছে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’। শরয়াহভিত্তিক সংকটাপন্ন পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর প্রথম কার্যদিবসেই গ্রাহকরা জমানো টাকা তোলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমের আওতায় প্রথম পর্যায়ে গ্রাহকরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন, যা আমানতকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব গ্রাহক গত নভেম্বর থেকে কোনো টাকা তোলেননি, তারা প্রথম দফায় ২ লাখ টাকা তুলতে পারছেন। তবে যারা গত মাসে অল্প করে টাকা তুলেছেন, তাদের ক্ষেত্রে এই অংক কিছুটা কম। আগামী তিন মাস প্রতি মাসে সর্বোচ্চ ১ লাখ টাকা করে তোলার সুযোগ পাবেন গ্রাহকরা। এছাড়া পুরোনো আমানতের বিপরীতে ২০ শতাংশ এবং নতুন আমানতের বিপরীতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধাও রাখা হয়েছে।
বৃহস্পতিবার মতিঝিল ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার শাখাগুলোতে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার গ্রাহক সোহেলী জামান জানান, ব্যাংকের ফোন পেয়ে তিনি টাকা তুলতে এসেছেন এবং ২ লাখ টাকা পেয়েছেন। ইউনিয়ন ব্যাংকের গ্রাহক নূর আলমও দেড় লাখ টাকা তুলতে পেরেছেন বলে নিশ্চিত করেন। তবে কারওয়ান বাজারের এক্সিম ব্যাংক শাখার মতো কিছু জায়গায় গ্রাহকরা এখনো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। ব্যাংক কর্মকর্তাদের দাবি, সমন্বয় প্রক্রিয়ার কারণে কিছু শাখায় নগদ অর্থের প্রবাহ স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
আর্থিক সংকটে জর্জরিত এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত হয়েছে এই নতুন ব্যাংক। ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক রেজ্যুলেশন স্কিম ২০২৫’ অনুযায়ী, মামলাভুক্ত ছাড়া পাঁচ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী এই নতুন ব্যাংকের জনবল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, আপাতত গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের পুরোনো চেক দিয়েই টাকা তুলতে পারবেন। তবে পর্যায়ক্রমে পুরোনো চেকগুলো বাতিল হয়ে যাবে এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেক বই ইস্যু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
