ওয়ান ব্যাংকের 'টাউনহল মিট-২০২৫'-এ নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহিত রহমান ব্যাংকের নতুন কৌশলগত রোডম্যাপ উপস্থাপন করছেন।
নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মুহিত রহমানের নেতৃত্বে ওয়ান ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর উৎকর্ষ এবং শক্তিশালী শাসনব্যবস্থার ওপর ভিত্তি করে তাদের কৌশলগত রোডম্যাপ ঘোষণা করেছে। গত বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত 'টাউনহল মিট-২০২৫'-এ এই ঘোষণা দেওয়া হয়। "টুগেদার উই রাইস এজ ওয়ান: ট্রান্সফর্ম টু লিড, ড্রাইভ টু এক্সেল" শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, শীর্ষ নেতৃত্ব এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত কর্মীবৃন্দ একত্রিত হন। এই আয়োজন থেকে নতুন নেতৃত্বের অধীনে ব্যাংকের সামগ্রিক রূপান্তর ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
ওয়ান ব্যাংকের 'টাউনহল মিট-২০২৫'-এ ছিল মূলত নতুন নেতৃত্বের অধীনে ব্যাংকের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং লক্ষ্য নির্ধারণের সুস্পষ্ট ঘোষণা। নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহিত রহমান সেশনটি পরিচালনা করেন এবং তাঁর উপস্থাপনায় ব্যাংকের কর্মীদের জন্য একটি সুদূরপ্রসারী ও ভবিষ্যতমুখী রোডম্যাপ তুলে ধরেন।
ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহিত রহমান ব্যাংকের কৌশলগত লক্ষ্য তুলে ধরেন, যা মূলত চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল:
১. শৃঙ্খলাবদ্ধ বাস্তবায়ন: পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা কার্যকরভাবে প্রয়োগ করা।
২. কার্যক্রমে উৎকর্ষতা: অভ্যন্তরীণ প্রক্রিয়া ও সেবায় মান নিশ্চিত করা।
৩. প্রযুক্তিনির্ভর কৌশল: আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেবার মান উন্নত করা এবং কার্যক্রমের গতি বাড়ানো।
৪. আন্তঃদলীয় সহযোগিতা: কর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিশ্চিত করা।
কর্মীদের প্রতি তাঁর আহ্বান ছিল অত্যন্ত স্পষ্ট: “টুগেদার এজ ওয়ান”—ঐক্যবদ্ধভাবে ব্যাংকের রূপান্তরে ভূমিকা রাখা।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ.এস.এম. শহীদুল্লাহ্ খান নতুন নেতৃত্বের প্রতি বোর্ডের দৃঢ় আস্থা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে ব্যাংক শক্তিশালী শাসনব্যবস্থা, উন্নত কর্মক্ষমতা শৃঙ্খলা এবং দ্রুত কৌশলগত রূপান্তর অর্জন করবে।
এছাড়াও, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব জহুর উল্লাহ্ তাঁর বক্তব্যে আগামী বছরের জন্য ব্যাংকের অগ্রগতিমুখী অগ্রাধিকার এবং যৌথ লক্ষ্য অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
এই গুরুত্বপূর্ণ আয়োজনে স্বতন্ত্র পরিচালক এবং সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, ডিভিশনাল ও বিজনেস হেড এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয় : ওয়ান ব্যাংক
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
