এনইসি সম্মেলনকক্ষে একনেক সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মন্তব্য করেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু উচ্চাভিলাষী সংস্কার করেছে, যা পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে 'হজম করা কঠিন' হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন যে নতুন সরকার এসব সংস্কারের বেশিরভাগ বা এর মূল নির্যাস গ্রহণ করবে।
সোমবার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ প্রণয়ন করেছে। এর মধ্যে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য একটি অধ্যাদেশ বিশেষ উল্লেখযোগ্য। তিনি বলেন, “বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার মানে হলো, আইন মন্ত্রণালয়ের হাতে অনেক কিছু থাকছে না। বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে। এগুলো অনেক বড় বড় সংস্কার হচ্ছে।”
তিনি আরও বলেন, “নতুন সরকার এসে নিশ্চয়ই আবার দেখবে যে বিচার বিভাগের হাতে বেশি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে কি না। তবে কিছু ক্ষেত্রে (সংস্কার) অস্বস্তিকর মনে হতে পারে।” তিনি আশা প্রকাশ করেন যে পরবর্তী জাতীয় সংসদ এসব অধ্যাদেশ পর্যালোচনা করে আইন প্রণয়ন করবে।
প্রকল্প বাস্তবায়ন ও দুর্নীতির চিত্র
বিভিন্ন খাতে সংস্কার কমিটি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সংস্কার এবং ক্রয় নীতিমালার পরিবর্তনসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন উপদেষ্টা। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সমস্যার কথাও তিনি উল্লেখ করেন।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “প্রকল্প পরিচালকদের সমস্যা রয়েই গেছে। মুশকিল হলো যে এখন কেউ প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। আর ঠিকাদারেরাও এখন বেশি উৎসাহী হচ্ছে না।” তিনি যোগ করেন, “যত দূর শুনেছি, দুর্নীতি খুব কমেনি বা চাঁদাবাজি...এসবও শুনি।”
এদিনের একনেক সভায় সর্বমোট ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা।
এই ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬১০ কোটি টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ছিল ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
