× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের জন্য বিশেষ ছাড়ে হুয়াহাই ই-বাইক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৫, ২০:৪৭ পিএম । আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৫, ২০:৪৭ পিএম

নারায়ণগঞ্জের জিন্দা পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য হুয়াহাই ই-বাইকে বিশেষ ছাড়ের ঘোষণা দিচ্ছেন ন্যামস মোটরসের পরিচালক মোকাম্মেল হোসেন ইভান।

বাংলাদেশে চীনের স্বনামধন্য ই-ভেহিকল ব্র্যান্ড হুয়াহাই (Huaihai) স্কুটারের একমাত্র পরিবেশক ন্যামস মোটরস সাংবাদিকদের জন্য ইলেকট্রিক-বাইক ক্রয়ে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করতে এবং গণমাধ্যমকর্মীদের অবদানকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের জিন্দা পার্কে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)-এর ফ্যামিলি ডে অনুষ্ঠানে ন্যামস মোটরসের পরিচালক মোকাম্মেল হোসেন ইভান এই বিশেষ সুবিধার ঘোষণা দেন।

তিনি জানান, দেশের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিরলস কাজ ও চ্যালেঞ্জ মোকাবিলাকে সম্মান জানাতে এবং একই সাথে ইলেকট্রিক ভেহিকল (ইভি) ব্যবহারে উৎসাহিত করার জন্য এই বিশেষ ছাড় চালু করা হয়েছে।

সাংবাদিকদের জন্য ঘোষিত বিশেষ এই সুবিধার আওতায় ন্যামস মোটরসের তিনটি জনপ্রিয় ইভি মডেলের ওপর আকর্ষণীয় ক্যাশব্যাক দেওয়া হবে:


  • Sparky মডেল: ৬,০০০ টাকা ক্যাশব্যাক।
  • E-Thunder মডেল: ৫,০০০ টাকা ক্যাশব্যাক।
  • EcoRide মডেল: ৪,০০০ টাকা ক্যাশব্যাক।


ন্যামস মোটরস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দেশের সকল সাংবাদিকই এই বিশেষ সুবিধা গ্রহণের যোগ্য হবেন। সুবিধা পেতে হলে আগ্রহীদের অবশ্যই তাদের প্রেস কার্ড এবং নিবন্ধিত যেকোনো সাংবাদিক সংগঠনের সদস্যপদের প্রমাণপত্র দেখাতে হবে।

প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, এই উদ্যোগ সাংবাদিকদের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব ব্যক্তিগত পরিবহনের সুযোগ তৈরি করবে। একইসঙ্গে, এটি দেশে সবুজ পরিবহন ব্যবহারের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে।


হুয়াহাই গ্লোবালের পরিচিতি

৪৯ বছরের বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড হুয়াহাই গ্লোবাল (Huaihai Global) বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে দুই ও তিন চাকার ইলেকট্রিক ভেহিকল রপ্তানি করে থাকে। বাংলাদেশে তাদের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস বর্তমানে ৪১টি জেলায় তাদের বিক্রয় ও পরিষেবা নেটওয়ার্ক পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ইভি অ্যাসেম্বলি, বিক্রয় এবং আফটার-সেলস সার্ভিস প্রদানে সক্রিয় রয়েছে। ইলেকট্রিক যানবাহনকে দেশের মানুষের কাছে সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য পরিবহন হিসেবে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.