× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারি ঋণমুক্ত বিনিয়োগে লালদিয়া টার্মিনাল এখন আন্তর্জাতিক মানের

আরিফ খান

১৮ নভেম্বর ২০২৫, ২৩:৩০ পিএম । আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৫, ২৩:৩০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হলো লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প। সম্প্রতি পিপিপিএ এই আন্তর্জাতিক মানের প্রকল্পটি এমন এক মডেলের অধীনে সফলভাবে বাস্তবায়ন করেছে, যেখানে সরকারের ওপর কোনো আর্থিক বা ঋণের বোঝা চাপানো হয়নি।

পিপিপিএ-এর এই সাফল্য দেশের অবকাঠামো খাতে পিপিপি মডেলের কার্যকারিতা ও স্বচ্ছতার এক শক্তিশালী প্রতিফলন। এটি প্রমাণ করে যে, স্বচ্ছতা, আন্তর্জাতিক মানদণ্ড ও দক্ষ দর কষাকষির মাধ্যমে জটিল অবকাঠামো প্রকল্পও সফলভাবে সম্পন্ন করা সম্ভব।

পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী জানান, লালদিয়া প্রকল্পটি বাংলাদেশের পিপিপি মডেলের কার্যকারিতা ও শক্তি প্রমাণ করে। তিনি বলেন, "আমরা কোনো জাতীয় সম্পদ বিক্রি না করেই এবং কোনো সরকারি ঋণ না নিয়েই বিশ্বমানের দক্ষতা ও বিনিয়োগ নিশ্চিত করেছি। পিপুপিএ স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করে বাংলাদেশকে সর্বোচ্চ মূল্য এনে দিয়েছে।" তিনি আরও যোগ করেন, এই অর্জন বাংলাদেশের বিনিয়োগ বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে এবং আরও উচ্চমানের বিনিয়োগ আকর্ষণের পথ প্রশস্ত করেছে।

লালদিয়া প্রকল্পটি বাস্তবায়নে পিপিপিএ-এর যে দক্ষ নেতৃত্ব ও কৌশলগত পদক্ষেপগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, তা নিম্নরূপ:

পূর্ণ রাষ্ট্রীয় মালিকানা অক্ষুণ্ন: প্রকল্পের সম্পূর্ণ পিপিপি কাঠামো ও ডিজাইনের মাধ্যমে সরকারী মালিকানা পুরোপুরি বজায় রাখা হয়েছে।

আন্তর্জাতিক মানের অপারেটর: একটি বৈশ্বিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপারেটরকে এই প্রকল্পে যুক্ত করা সম্ভব হয়েছে।

শূন্য সরকারি ঋণ: একটি সুষম কনসেশন চুক্তির মাধ্যমে কোনো প্রকার সরকারি ঋণ ছাড়াই প্রয়োজনীয় বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ডের অনুসরণ: পরিবেশ, প্রোকিউরমেন্ট (Procurement) ও গভার্নেন্স (Governance) সহ সমস্ত আন্তর্জাতিক মানদণ্ডের পূর্ণাঙ্গ অনুসরণ নিশ্চিত করা হয়েছে।

নতুন শিল্প মানদণ্ড স্থাপন: আধুনিক প্রযুক্তি, উন্নত অপারেশনাল দক্ষতা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে দেশের বন্দর খাতে একটি নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে।

লালদিয়া প্রকল্পের এই ঐতিহাসিক সাফল্যকে সামনে রেখে পিপিপিএ এখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। বর্তমানে বন্দর, লজিস্টিকস, জ্বালানি, স্বাস্থ্য, নগর উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পিপিপি প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপক প্রস্তুতি চলছে।

আশিক চৌধুরী জোর দিয়ে বলেছেন, "লালদিয়া শুধুই একটি বন্দর প্রকল্প নয়—এটি একটি জোরালো প্রমাণ যে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের পিপিপি বাস্তবায়নে সম্পূর্ণরূপে সক্ষম।"

বিষয় : পিপিপি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.