× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেয়ারবাজারে বড় ধস, পাঁচ ব্যাংকের লেনদেন বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম । আপডেটঃ ০৬ নভেম্বর ২০২৫, ১৯:২৭ পিএম

পাঁচ ব্যাংকের লোগো। সংগৃহীত

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন অবশেষে স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কর্তৃক ব্যাংকগুলোর শেয়ারের মূল্য ‘শূন্য’ ঘোষণার এক দিনের মাথায় আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানাল সংস্থাটি। এই আকস্মিক পদক্ষেপে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই বিনিয়োগকারীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিএসইসির এই সিদ্ধান্তের ফলে আজ থেকে শেয়ারবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক—এই পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ: উল্লেখযোগ্য যে, গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেগুলোর দায়িত্ব নিয়েছে। পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই ব্যাংকগুলোতে প্রশাসকও নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


গভর্নরের 'শূন্য' ঘোষণা: এ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতিতে শেয়ারধারীরা কোনো অর্থ পাবেন না। তাদের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ঘাটতি এখন ঋণাত্মক প্রায় ৪৫০ টাকা পর্যন্ত দাঁড়িয়েছে।


বিনিয়োগকারীদের প্রশ্ন ও ক্ষোভ: গভর্নরের এই ঘোষণার পর গতকাল বিকেল থেকেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন ও আতঙ্ক দেখা দেয়। আজকের লেনদেন শুরুর আগেই ব্যাংক পাঁচটির লেনদেন স্থগিতের কথা জানায় বিএসইসি। তবে শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত গ্রহণে বিএসইসি বিলম্ব করেছে, যার ফলে নতুন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, সরকার যখন এসব ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয়, তখনই বিএসইসি ব্যাংকগুলোর লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নিলে বাজারে অস্থিরতা তৈরি হতো না এবং নতুন করে কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতেন না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.