× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইতিহাস গড়ল সোনা

ভরিতে ছাড়াল ২ লাখ টাকা, রেকর্ড সর্বোচ্চ দাম কাল থেকে কার্যকর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৪ এএম । আপডেটঃ ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৭ এএম

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম ২ লাখ টাকার মাইলফলক অতিক্রম করল। বেশ কিছুদিন ধরেই ২ লাখের কাছাকাছি ঘোরাফেরা করার পর অবশেষে এই সর্বোচ্চ দরের ঘোষণা এল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত জানিয়েছে। নতুন দাম আগামীকাল, মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, আগামীকাল থেকে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত বাড়বে। এর আগে গত রোববারও সোনার দাম ২ হাজার ২২৯ টাকা বেড়েছিল। এই নিয়ে মাত্র তিন দিনের ব্যবধানে ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৩৭৯ টাকা।

আগামীকাল থেকে নতুন দর:

  • ২২ ক্যারেট (ভালো মানের হলমার্ক করা) সোনা: প্রতি ভরি ২ লাখ ৭২৬ টাকা। (বর্তমান দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা)
  • ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা। (বর্তমান দাম ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা)
  • ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। (বর্তমান দাম ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা)
  • সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা। (বর্তমান দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা)


এই হিসাবে, ২২ ক্যারেটে ভরিতে ৩ হাজার ১৫০ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ১০ টাকা এবং ১৮ ক্যারেটে ২ হাজার ৫৭৮ টাকা দাম বাড়ছে। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক বাজার ও বিশ্ব অর্থনীতির অস্থিরতার কারণেই মূলত সোনার এই আকাশছোঁয়া দাম। অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাকে বেছে নেয়, ফলে এর চাহিদা ও দাম বাড়ে। ঐতিহাসিকভাবেই দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পায়।

বিশ্ববাজারেও সোনার দাম টানা বাড়ছে। আজ সোমবার একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯৫২ ডলারে পৌঁছে। যা ১ অক্টোবরের ৩ হাজার ৮৭১ ডলারের তুলনায় অনেকটাই বেশি। ২০২০ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়েছিল।

সোনার দামে উল্লম্ফন দেখে অতীতের হিসাবও কৌতূহলোদ্দীপক:

  • মুক্তিযুদ্ধের সময় (১৯৭১): প্রতি ভরি সোনার দাম ছিল মাত্র ১৭০ টাকা।
  • ২০০০ সাল: দাম ছিল ৬ হাজার ৯০০ টাকা।
  • ২০২০ সাল: দাম বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ৮৬৭ টাকা।
  • ২০২৩ সাল: দেশে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়।
  • দ্বিগুণ মূল্যবৃদ্ধি: ২০২৩-এর পর মাত্র দুই বছরেই সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে ২ লাখ টাকা ছাড়াল।
  • স্বাধীনতার পর থেকে বৃদ্ধি: ১৯৭১ সাল থেকে হিসাব করলে সোনার দাম বেড়েছে ১ হাজার ১৮১ গুণেরও বেশি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.