ছবি: সংগৃহীত
দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম ২ লাখ টাকার মাইলফলক অতিক্রম করল। বেশ কিছুদিন ধরেই ২ লাখের কাছাকাছি ঘোরাফেরা করার পর অবশেষে এই সর্বোচ্চ দরের ঘোষণা এল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত জানিয়েছে। নতুন দাম আগামীকাল, মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, আগামীকাল থেকে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত বাড়বে। এর আগে গত রোববারও সোনার দাম ২ হাজার ২২৯ টাকা বেড়েছিল। এই নিয়ে মাত্র তিন দিনের ব্যবধানে ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৩৭৯ টাকা।
আগামীকাল থেকে নতুন দর:
এই হিসাবে, ২২ ক্যারেটে ভরিতে ৩ হাজার ১৫০ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ১০ টাকা এবং ১৮ ক্যারেটে ২ হাজার ৫৭৮ টাকা দাম বাড়ছে। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক বাজার ও বিশ্ব অর্থনীতির অস্থিরতার কারণেই মূলত সোনার এই আকাশছোঁয়া দাম। অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাকে বেছে নেয়, ফলে এর চাহিদা ও দাম বাড়ে। ঐতিহাসিকভাবেই দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পায়।
বিশ্ববাজারেও সোনার দাম টানা বাড়ছে। আজ সোমবার একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯৫২ ডলারে পৌঁছে। যা ১ অক্টোবরের ৩ হাজার ৮৭১ ডলারের তুলনায় অনেকটাই বেশি। ২০২০ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়েছিল।
সোনার দামে উল্লম্ফন দেখে অতীতের হিসাবও কৌতূহলোদ্দীপক:
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh