কাঁচা মরিচ। ফাইল ছবি
কাঁচা মরিচের দাম আবারও ৩০০ টাকার ঘর ছাড়িয়ে গেছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। সাধারণ ক্রেতাদের ২৫০ গ্রাম কিনতে গুনতে হচ্ছে অন্তত ৭৫ থেকে ৮০ টাকা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাত্র পাঁচ দিন আগেও যে কাঁচা মরিচের কেজি ছিল ২০০-২২০ টাকা, তা এখন একলাফে ১০০ থেকে ১২০ টাকা বেড়ে ৩২০ টাকায় পৌঁছেছে। এর আগে গত আগস্ট মাসের মাঝামাঝিতে কাঁচা মরিচের দাম একবার কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়েছিল।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কলমিলতা বাজার ও কারওয়ান বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে কাঁচা মরিচের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তথ্য জানা গেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভালো মানের কাঁচা মরিচ ৩২০ টাকার কমে বিক্রি হতে দেখা যায়নি।
বিক্রেতাদের দেওয়া তথ্য অনুসারে, গত তিন দিন ধরে দেশে ভারী বৃষ্টিপাত চলছে। একই সময়ে পূজার ছুটির কারণে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির আমদানি কমেছে। এই দুই কারণে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ জানান, বর্তমানে বাজারে দেশীয় উৎপাদিত কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ প্রায় নেই বললেই চলে। যা বিক্রি হচ্ছে, তার প্রায় পুরোটাই আমদানি করা। কিন্তু আমদানি কম এবং বৃষ্টির কারণে দেশীয় সবজির সরবরাহ কিছুটা কম থাকায় সবজির দাম এতটা চড়া।
শুধু কাঁচা মরিচ নয়, বাজারে অধিকাংশ সবজির দামও বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে।
অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য, যেমন মাছ, মুরগি, ডাল ও চালের দামও উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা ও বেসরকারি কর্মী সাইয়েদ হুদা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "সবজির দামে কোনো লাগাম নেই। তিন-চার পদের সবজি কিনলেই ৪০০ টাকার ওপরে খরচ হয়ে যাচ্ছে।"
বিষয় : কাঁচা মরিচ দর বাজার বাজার দর
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh