× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেব্রুয়ারিতে ফিরতে পারে পাচার হওয়া কিছু অর্থ: অর্থ উপদেষ্টা

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯ পিএম । আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০ পিএম

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

পাচার হয়ে যাওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সাথে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও "সর্বতোভাবে সাফল্য অর্জন করতে পারিনি" বলেও তিনি মন্তব্য করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এই তথ্য জানান।

পাচার হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "টাকা যারা পাচার করে, তারা বুদ্ধি সব জানে কীভাবে করতে হবে। এটা আনতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। তবে কিছুটা অগ্রগতি হয়েছে।"

তিনি জানান, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে "অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে।" উপদেষ্টা আরও আশা প্রকাশ করেন যে "ফেব্রুয়ারির মধ্যে হয় তো কিছু আসতে পারে। বাকিটার জন্য আমরা ক্ষেত্র প্রস্তুত করছি।"

সালেহউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেন, এই ধরনের আর্থিক অপরাধের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলো কোনো সরকারই এড়িয়ে যেতে পারে না। তিনি বলেন, "ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি আমরা...। ১১-১২টা আমরা একেবারে হাই প্রায়োরিটিতে দেখছি। আর বাকিগুলোর মধ্যে যেগুলো ২০০ কোটি টাকার বেশি তাদেরকেও ধরা হচ্ছে।"

অন্তর্বর্তী সরকারের এ পদক্ষেপ নির্বাচিত সরকার রাখবে কি না, এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ নিশ্চিত করে বলেন, "রাখতে তারা বাধ্য। কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে, ওইটা চালু না থাকলে তো টাকা ফেরত আনতে পারবে না।" তিনি আরও বলেন, "যদি আনতে হয়, এই প্রসেসগুলো মেনটেইন করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। এটা ছাড়া কীভাবে আনবে।"

আওয়ামী লীগ আমলে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফেরানোর চেষ্টায় অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। জানা যায়, অর্থ ফেরত আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই, ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে গত ডিসেম্বরে দাখিল করা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে গড়ে প্রতি বছর ১ হাজার ৬০০ কোটি ডলার 'পাচার' হয়েছে।

সবজিসহ বিভিন্ন পণ্যের ঊর্ধ্বমুখী মূল্য প্রসঙ্গে অর্থ উপদেষ্টা স্বীকার করেন যে, "সিজনের শেষ দিকে সবজির দাম কিছুটা বেশি থাকে।" তবে তিনি একই সাথে মন্তব্য করেন, "এখানে বাজার মনিটরিং, পাইকারি বাজার-খুচরা বাজারে ব্যবসায়ীদের কিছু হাত আছে।" তিনি আরও যোগ করেন, বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে "আমরা সর্বতোভাবে সাফল্য অর্জন করতে পারিনি।"

কোনো কোনো উপদেষ্টা নিজেদের এলাকায় বেশি বরাদ্দ দিচ্ছেন এমন অভিযোগের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, "না, না; প্রজেক্টগুলো তো বহু আগের করা।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.