× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও বাড়লো সোনার দাম, ভরি প্রায় ২ লাখ টাকা!

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ এএম । আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ এএম

সোনা। ছবি: রয়টার্স

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২,৪১৫ টাকা বৃদ্ধির ফলে ইতিহাসে প্রথমবারের মতো ভালো মানের সোনার ভরি ১ লাখ ৯৫ হাজার টাকা ছাড়িয়ে গেল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে 'তেজাবি সোনার' (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন দাম কার্যকর করা হচ্ছে। এই বর্ধিত মূল্য আগামীকাল, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সোনার বিভিন্ন ক্যারেটের প্রতি ভরির দাম এখন থেকে নিম্নরূপ:

  • ২২ ক্যারেট (সবচেয়ে ভালো মান): প্রতি ভরি ১,৯৫,৩৮৪ টাকা। (যা পূর্বে ছিল ১,৯২,৯৬৯ টাকা)
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৮৬,৪৯৬ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৫৯,৮৫৫ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩২,৭২৫ টাকা।

সোনার মূল্য বৃদ্ধি পেলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বের দামেই রুপা কেনা-বেচা হবে:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ৩,৬২৮ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৩,৪৫৩ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,৯৬৩ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২,২২৮ টাকা।


এই নিয়ে চলতি মাসে একাধিকবার সোনার দাম বাড়াল বাজুস, যা দেশের জুয়েলারি মার্কেটে অস্থিরতা আরও বাড়িয়ে তুলল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.